ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চন্দনাইশে ৮ হাজার কম্বল বিতরণ করেছে সাজেদা খায়ের ফাউন্ডেশন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আর্তমানবতার সেবায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দরিদ্র শীতার্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাজেদা খায়ের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও সাংগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব এমএ তাহেরের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মতো এবছরও উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের আট হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে এ উপলক্ষে এক আলোচনা সভা পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে সাংগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নীয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সিইও সাবেক ক্রিকেটার হালিম শাহ্।

মো. রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোরশেদুল আলম। বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম সোয়েব, এলাহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম কাদেরি প্রমুখ।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি